ডায়বেটিস
প্রতি ৭ সেকেন্ডে ১ জন মারা যায় ডায়বেটিসের কারণে। এটি অকাল মৃত্যুর প্রধান কারণ। ডায়বেটিসে আক্রান্ত মানুষের সুস্থ, সুখী ও দীর্ঘজীবন নিশ্চিত করতে ডাক্তারদের সরাসরি তত্ত্বাবধানে তৈরি টনিক আস্থা ও টনিক সুরক্ষা- যা আপনার বা আপনার প্রিয়জনের ডায়বেটিস নিয়ন্ত্রণে সহায়তা করবে।

আপনার করনীয় কি?

আপনার পরিবারের কারো ডায়বেটিস থাকলে আপনারও ডায়বেটিস হওয়ার আশংকা থাকে।তাই নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করান।

আপনার বা প্রিয়জনের ডায়বেটিস থাকলে, ঝুঁকিমুক্ত থাকতে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার সঠিক ব্যবস্থা গ্রহণ করুন।

ডায়বেটিস প্রতিরোধ করতে হলে সুস্থ জীবযাপন করুন।
টনিক কি ভাবে সাহায্য করতে পারে?

হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তায়ে আছে টনিক ক্যাশ।
সুস্থ মানুষের তুলনায় ডায়াবেটিস রোগীর হাসপাতালে ভর্তির হার ৩গুণ বেশি। যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে তাদের স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫০% বেশি। তাই, টনিক মেম্বাররা পাবেন প্রতিবার হাসপাতাল খরচ বাবদ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ কাভারেজ, বছরে সর্বোচ্চ ১০বার পর্যন্ত।

ডায়াবেটিস রোগীর ওষুধ-পত্রে আছে টনিক ডিসকাউন্ট
অধিকাংশ ডায়াবেটিস রোগীরা নিয়মিত ইনসুলিন ইনজেকশন ছাড়াও মেটফরমিন, গ্লাইকলাজিড, গ্লাইমেপিরিড এবং কম্বিনেশন ওষুধ ব্যাবহার করতে হয়ে। তাই টনিক মেম্বাররা এলাকার ফার্মেসি থেকে পাবেন প্রতিদিনের ব্যবহৃত ওষুধে ১০% পর্যন্ত ডিসকাউন্ট (ইনসুলিন বাদে)।

ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসা-পরবর্তী সেবা
ডায়াবেটিস রোগীর নিয়মিত স্বাস্থ্যপরামর্শ নিশ্চিত করতে টনিক মেম্বাররা পাবেন, ফোন বা অ্যাপ-এর মাধ্যমে বারডেম-সার্টিফাইড টনিক ডাক্তারের সাথে যোগাযোগ সুবিধা, প্রতিমাসে টনিক ডাক্তারের সাথে ৯০ মিনিট পর্যন্ত কথা বলার সুযোগ।